RedHawks নামে, কাঁপছে ময়দান।

JOY BRO
7/8/2025Aria v1
(Verse 1) মাঠের লড়াইয়ে, জ্বলে ওঠে আগুন, RedHawks নামে, কাঁপছে ময়দান। ফ্রি ফায়ার চ্যাম্পিয়ন, বাংলাদেশের সেরা, গৌরব এনেছো, তোমরা বীরেরা। (Chorus) আকাশে ওড়ে লাল বাজপাখি, শত্রুরা আজ ভয়ে কাঁপে। বাধা পেরিয়ে, বিজয় ছিনিয়ে, RedHawks, RedHawks, উড়ছে জয়ধ্বজা। (Verse 2) RHK BLADE যখন ছোটে সবার আগে, আক্রমণভাগে, শত্রুরা ভাগে। তার সাথে আছে, RHK KUTTUSH হাতে, আক্রমণ আরো জোরালো হয় প্রতি আঘাতে। (Verse 3) পিছন থেকে দেয় সাপোর্ট RHK NEJAD , গ্রেনেড হাতে, করে দেয় সব বরবাদ। দূর থেকে দেখে, RHK FLICKER এর চোখ, স্নাইপারের গুলিতে, নিমিষেই শেষ হোক। (Chorus) আকাশে ওড়ে লাল বাজপাখি, শত্রুরা আজ ভয়ে কাঁপে। বাধা পেরিয়ে, বিজয় ছিনিয়ে, RedHawks, RedHawks, উড়ছে জয়ধ্বজা। (Bridge) নাই বা হারার ভয়, নাই বা পিছুটান, তোমরা লড়াকু, তোমরা অভিযান। বাংলার বুকে, বিজয়ের প্রতীক, RedHawks এগিয়ে, অপ্রতিরোধ্য। (Chorus) আকাশে ওড়ে লাল বাজপাখি, শত্রুরা আজ ভয়ে কাঁপে। বাধা পেরিয়ে, বিজয় ছিনিয়ে, RedHawks, RedHawks, উড়ছে জয়ধ্বজা।