df-5e79eb78-0430-4ca0-8938-e081cbff5c1c
Conventional Folk Musical Pattern, Folk Musical, Bangla Folk Traditional Instument, Tabla, khanjari and harmonium, Synthesizers and keyboards, Electric Guitar, Drum Machine, Bass Guitar, Cyclophone, Male Voice
11/12/2025Aria s1
একটা ছিল সোনার কন্যা, মেঘবরণ কেশ
ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ
দুই চোখে তার আহা রে কী মায়া
নদীর জলে পড়লো কন্যার ছায়া
তাহার কথা বলি
তাহার কথা বলতে বলতে নাও দৌড়াইয়া চলি
তাহার কথা বলি
তাহার কথা বলতে বলতে নাও দৌড়াইয়া চলি
কন্যার চিড়ল-বিরল চুল
তাহার কেশে জবা ফুল
কন্যার চিড়ল-বিরল চুল
তাহার কেশে জবা ফুল
সেই ফুল পানিতে ফেইলা
কন্যা করলো ভুল
কন্যা, ভুল করিস না
ও কন্যা, ভুল করিস না
আমি ভুল করা কন্যার লগে কথা বলবো না
একটা ছিল সোনার কন্যা, মেঘবরণ কেশ
ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ
দুই চোখে তার আহা রে কী মায়া
নদীর জলে পড়লো কন্যার ছায়া
হাত খালি, গলা খালি
কন্যার নাকে নাকফুল
হাত খালি, গলা খালি
কন্যার নাকে নাকফুল
সেই ফুল পানিতে ফেইলা
কন্যা করলো ভুল
কন্যা, ভুল করিস না
ও কন্যা, ভুল করিস না
আমি ভুল করা কন্যার লগে কথা বলবো না
একটা ছিল সোনার কন্যা, মেঘবরণ কেশ
ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ
দুই চোখে তার আহা রে কী মায়া
নদীর জলে পড়লো কন্যার ছায়া
কন্যা, ভুল করিস না
ও কন্যা, ভুল করিস না
আমি ভুল করা কন্যার লগে কথা বলবো না
এখন নিজের কথা বলি
নিজের কথা বলতে বলতে নাও দৌড়াইয়া চলি
এখন নিজের কথা বলি
নিজের কথা বলতে বলতে নাও দৌড়াইয়া চলি
সবুজবরণ লাউ ডগায় দুধসাদা ফুল ধরে
ভুল করা কন্যার লাগি মন আনচান করে
সবুজবরণ লাউ ডগায় দুধসাদা ফুল ধরে
ভুল করা কন্যার লাগি মন আনচান করে
আমার মন আনচান করে
আমার মন আনচান করে
আমার মন আনচান করে
আমার মন আনচান করে
আমার মন-
More from SOURAN GAMING YT
df-8574e392-e6f8-4b7f-9790-6a2242d6490f
6 Minute long, Duet voice, Love story, Bollywood, Wedding, Romantic, Melodies, Nostalgia, 90s, high quality instrument, Dance, Dj, Pop, Romantic
df-c402917a-f0fa-437d-9b92-bba0b49b2855
Dance, Garba Dance, Melodies, Melody, Synthesizers, Drum Machines, Sequencers, Sitar, Tabla and Dholak, Bansuri, Santoor, Keyboard
df-6f3078eb-5123-4d98-b64b-b9ccd5c5414e
Cute Voice, First Vibe, Dance, Female Voice, Durga Puja, Melodies, Melody, High Quality Instument, Synthesizers, Drum Machines, Sequencers, Sitar, Tabla and Dholak, Santoor, Saxophone, Keyboards