দূর্গে দূর্গে দুর্গতিনাশিনী দশভূজা দেবী মা। মহিষাসুর মর্দিনী জগতো জননী তুমি শিবানী ঊমা। শিবের ঘরে ছিলে পার্বতী হয়ে মর্ত্যে এসে দূর্গা মা। দূর্গে দূর্গে দুর্গতিনাশিনী দশভূজা দেবী মা। মহিষাসুর মর্দিনী জগতো জননী তুমি শিবানী ঊমা। শিবের ঘরে ছিলে পার্বতী হয়ে মর্ত্যে এসে দূর্গা মা। মহালয়াতে মায়ের আগমন ষষ্ঠীতে হলো বোধন, সপ্তমী অষ্টমী নবমী শেষে মায়ের হবে বিসর্জন। বছর ঘুরে তোমায় আসতে হবে তোমার কৃপা সবার সঙ্গে রব দূর্গে দূর্গে দুর্গতিনাশিনী দশভূজা দেবী মা। মহিষাসুর মর্দিনী জগতো জননী তুমি শিবানী ঊমা। শিবের ঘরে ছিলে পার্বতী হয়ে মর্ত্যে এসে দূর্গা মা। বাদ্য বেজেছে ঢাকের কাঠিতে মন্ডপে বাজে কাসর, বরণের ডালাতে সিদুরের খেলায় আরতির জমলো আসর। মহামায়া তুমি থাকলে পাশে খুশির আলোয় সবার জীবন হাসে দূর্গে দূর্গে দুর্গতিনাশিনী দশভূজা দেবী মা। মহিষাসুর মর্দিনী জগতো জননী তুমি শিবানী ঊমা। শিবের ঘরে ছিলে পার্বতী হয়ে মর্ত্যে এসে দূর্গা মা। 0 Comments SOURAN GAMING YT