তারারা রা তারা …রা …রা… বধুয়া রিমিঝিমি এই শ্রাবনে কালো মেঘে ভরা গগনে চাই যেতে অভিসারে ওগো, এসো, তুমি এসো মোর ঘরে ওগো, এসো…., তুমি এসো মোর ঘরে বধুয়া রিমিঝিমি এই শ্রাবনে কালো মেঘে ভরা গগনে চাই যেতে অভিসারে ওগো, এসো, তুমি এসো মোর ঘরে ওগো, এসো…., তুমি এসো মোর ঘরে বকুল মালা রেখেছি গাঁথিয়া এনেছি রজনীগন্ধা…… বাদল ধারা কহিছে আজিকে যেমনি অলকনন্দা ……. হো.. ধরণী যৌবন ভরে শিহরে ওঠে বারে বারে রাগিনী বাজে মল্লারে ওগো, এসো, তুমি এসো মোর ঘরে ওগো, এসো, তুমি এসো মোর ঘরে হো… পিউ কাহা ডাকে ফিরেছে পাপিয়া ফিরেছে পরবাসী…… বৃষ্টি ধারা দেখে দেখে, হয় মোর প্রাণ উদাসী ……. হো.. শাল-পিয়ালেরই ফাঁকে দেয়া যে ঘন ঘন ডাকে ভয় লাগে এই ঘরে ওগো, এসো, তুমি এসো মোর ঘরে ওগো, এসো, তুমি এসো মোর ঘরে বঁধুয়া রিমিঝিমি এই শ্রাবনে… কালো মেঘে ভরা গগনে চাই যেতে অভিসারে, ওগো, এসো, তুমি এসো মোর ঘরে ওগো, এসো, তুমি এসো মোর ঘরে