Shunno

5/30/2025Aria v1
Lyrics: দেখবেনা কেউ আমার এই কান্না বুঝবেনা কেউ কত ক্ষত আঘাত সয়েছে এই মন, কতবার কেঁদে কেঁদে হয়েছে শেষে হতভাগা। শুরু থেকেই …. আমি একাই.. হেঁটে চলেছি এ দিশেহারা পথ ছিলনা কেউ , পাশে আমার, ধরেনি কেউ আমার এই হাত.. তাই এখন সব, ভিন্ন ভিন্ন লাগে তুমি ছাড়া, ঠুনকো এ জগৎে এত সহজে ছেড়ে দিলে হাত.. তুমি ছাড়া শূন্য শূন্য লাগে ঠোঁটে আসে নাম তোমার বারেবারে, বোঝায় কাকে , এ কেমন ব্যথা… স্বপ্নগুলো , সব এলোমেলো, আমাকে ভালবাসবে বলে কেন বাসলেনা? সব ভুল আমার, আমি মেনে নেই এই অপবাদ তবুও- আমাকে ভালবাসবে বলে বাসলেনা। যত ভুল জমা আছে দেখ মনে সব লিখে রেখেছি গোপনে আমি চলে গেলে তুমি বড় একা ক্লান্ত রাতে.. সব ছেড়ে আমিও চলে যাব , তখন বুঝবে তুমি কি হারিয়েছ আমায় একা ফেলে তুমি দূরে কেন যাবে? তাই এখন সব, ভিন্ন ভিন্ন লাগে তুমি ছাড়া, ঠুনকো এ জগৎে এত সহজে ছেড়ে দিলে হাত.. তুমি ছাড়া শূন্য শূন্য লাগে ঠোঁটে আসে নাম তোমার বারেবারে, বোঝায় কাকে , এ কেমন ব্যথা……. তুমি বড় প্রিয় , আমার প্রিয় , তুমি আমার মনের আঙ্গিনায় থাকো, তুমি এত প্রিয় আমার কাছে , কত প্রিয় আমার কাছে , এত প্রিয় আমার কাছে ,জানোনা!!!