বৈতালি:
একটুখানি আদর চুমু
শীর্ষ অনুভূতির ঘুমু
খুব পেতে চায় বেহায়া এ মন,
লোমশ বুকের কী উষ্ণতা
ভেজা ঠোঁটের মাদকতা
তুই যে আমার রসিয়া সুজন,
একটু ভালবাসা দিয়ে যা…
একটু ভালবাসা নিয়ে যা...।
স্থায়ী:
একটু ভালবাসা দিয়ে যা,
একটু ভালবাসা নিয়ে যা,
একটু চোখে চোখ রাখিয়া
চোখে চোখে চোখ মারিয়া
একটু মনের কথা কইয়া যা।
অন্তরা ১:
একটুখানি ভালবাসা
ছোট্ট একটা নীড়ের আশা
মনের কোনে উঁকি দিয়ে যায়,
বাহুডোরে মাথা রেখে
রাত্রি মোদের যাবে কেটে
ডুবে আছি এমন ভাবনায় ;
একটুখানি তোর লাগিয়া
রাত্রি কাটে মোর জাগিয়া
একটুখানি ঘুম পাড়াইয়া যা।।
সঞ্চারি:
এক খিলি পান মুখে দিয়া যা...
পাগল বাঁশির সুর শুনাইয়া যা....
আলতা পায়ে তোর লাগিয়া
মেহেদীতে হাত রাঙাইয়া
লালশাড়িতে বইসা আছি চা।
অন্তরা ২:
যৌবন আমার তোর লাগিয়া
বুকেতে কাঁপন ধরাইয়া
সইরা থাকস কেমন পুরুষ তুই,
ফাগুন যদি যায় রে বৃথা
জীবনের কি স্বার্থকতা
প্রেমের কি স্বাদ বুঝলি না কিছুই;
ভাটি যদি লাগে গাঙে
দুই কূল আপনি ভাঙে
কেমন জোয়ান বুঝলি নারে তা।।