Moner Manush
9/28/2025Aria v1
[Intro]
[Ektara strums softly, flute weaves through the breeze]
[Verse 1]
ওগো বিন্দে ললিতে আমি
কৃষ্ণ হারা হলাম জগতে
কৃষ্ণ হারা হলাম জগতে
ওগো বিন্দে ললিতে আমি
কৃষ্ণ হারা হলাম জগতে আমি
কৃষ্ণ হারা হলাম জগতে
[Verse 2]
সখিরে চল আমরা বনে যাই
বন্ধুর দেখা নাই
বৃন্দাবন আছে কতদূরে
ছাড়িয়া ভবের মায়া
দেহ করলাম পথ ছায়া
ছাড়িয়া ভবের মায়া
দেহ করলাম পথ ছায়া
ললিতে তার পায়ে ধ্বনি শুনিতে আমি
কৃষ্ণ হারা হলাম জগতে
ওগো বিন্দে ললিতে আমি
কৃষ্ণ হারা হলাম জগতে!!
[Verse 3]
আগে সখি পাছে সখি,
শত শত সখি দেখি,
সব সখির কানে সোনারে।
তারা নদীর কূলে বাজায় বাঁশি,
কপালে তিলক রাশি,
তারা নদীর কূলে বাজায় বাঁশি,
কপালে তিলক রাশি,
রাধিকার বন্ধু হয় কোন জনারে
আমিকৃষ্ণ হারা হলাম জগতে
ওগো বিন্দে ললিতে আমি
কৃষ্ণ হারা হলাম জগতে
[Verse 4]
বনের পশু যারা,
আমার থেকেও ভালো তারা,
সঙ্গে লয়ে আপন পতিরে।
তারা পতির সঙ্গে করে আহার,
পতির সঙ্গে করে বিহার,
লালন বলে মজে থাকে আপন পিরিতে!
কৃষ্ণ হারা হলাম জগতে
ওগো বিন্দে ললিতে আমি
কৃষ্ণ হারা হলাম জগতে
কৃষ্ণ হারা হলাম জগতে
[Outro]
[Dhol and khol fade, village winds hum low]
The input content is in **Bengali**.