df-97e7c6c8-8ccc-42b6-ade2-13ca7f1f57e5
Dance, Dj, Drums, Keyboard, Guitar, Piano, Melodies, Dramatic Voice, item song, Female voice Cute Sweet Voice
9/12/2025Aria s1
এবার পুজো হোকনা অন্যরকম,
তুমি আমি মেলি দুজন পেখম,
উড়ে উড়ে বেড়াই শুধু চলো,
করবে না কেউ আমাদের ফলো,
শিউলি ফুলের গন্ধ মেখে
নেশাতে মাতাল হবো,
শরৎ মেঘের পিঠে চড়ে
খুশির দেশেতে যাবো।
কাশের বনে তুমি আমি
করবো দুজন প্রেম,
নাচবে মনে ঢাকের কাঠি
জমবে এবার গেম।
কাশের বনে তুমি আমি
করবো দুজন প্রেম,
নাচবে মনে ঢাকের কাঠি
জমবে এবার গেম।
ষষ্ঠী থেকে দেখবো ঠাকুর
রাত্রি জাগা স্টার্ট,
সপ্তমীতে সাজবো এমন
লাগবে হেভি স্মার্ট।
ষষ্ঠী থেকে দেখবো ঠাকুর
রাত্রি জাগা স্টার্ট,
সপ্তমীতে সাজবো এমন
লাগবে হেভি স্মার্ট।
কানের দুলের ঝুমকো লতা
চোখের কাজল বলবে কথা,
তোমার সাথে তুলবো ছবি
বাঁধিয়ে নেব যে ফ্রেম।
কাশের বনে তুমি আমি
করবো দুজন প্রেম
নাচবে মনে ঢাকের কাঠি
জমবে এবার গেম
কাশের বনে তুমি আমি
করবো দুজন প্রেম,
নাচবে মনে ঢাকের কাঠি
জমবে এবার গেম।
অষ্টমীর ওই অঞ্জলিতে
ছুঁড়বো তোমায় ফুল
নবমীতে ভিড়ের মাঝে
করবো মিষ্টি ভুল
ফুচকা খাবো ঘুরে ঘুরে
দেখবো ঠাকুর শহর জুড়ে
দশমীতে মাখবো সিঁদুর
কুরতা শাড়ি পড়বো সেম
কাশের বনে তুমি আমি
করবো দুজন প্রেম
নাচবে মনে ঢাকের কাঠি
জমবে এবার গেম
কাশের বনে তুমি আমি
করবো দুজন প্রেম,
নাচবে মনে ঢাকের কাঠি
জমবে এবার গেম।
কাশের বনে তুমি আমি
করবো দুজন প্রেম,
নাচবে মনে ঢাকের কাঠি
জমবে এবার গেম।
কাশের বনে তুমি আমি
করবো দুজন প্রেম,
নাচবে মনে ঢাকের কাঠি
জমবে এবার গেম।
More from souran patra
df-40709f35-5b69-4e7a-8a52-b75b8c740e7f
Duet voice, Romantic, Melodies, Nostalgia, dj, Love story, bollywood, 90s
df-a5a4650b-0f23-4454-bd11-ae2fae6ace4b
Duet voice, Romantic, Melodies, Nostalgia, 90s, Love, Bollywood, Dj, Dance
df-57f88b64-fcfc-44dd-9cfe-7490f30f155e
Duet voice, Romantic, Melodies, Nostalgia, 90s, Love, Bollywood, Dj, Dance
Similar Music
df-a5a4650b-0f23-4454-bd11-ae2fae6ace4b
Duet voice, Romantic, Melodies, Nostalgia, 90s, Love, Bollywood, Dj, Dance
df-57f88b64-fcfc-44dd-9cfe-7490f30f155e
Duet voice, Romantic, Melodies, Nostalgia, 90s, Love, Bollywood, Dj, Dance